১৩ বছরে আইপিএলের মেগা নিলামে নাম লিখিয়ে বেশ হৈচৈ ফেলে দিয়েছিল বৈভব সূর্যবংশী। তাকে এক কোটি ১০ লাখ রুপিতে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। দলে নিলেও নিজেদের প্রথম সাত ম্যাচে মাঠে নামানো হয়নি ২০১১ সালে জন্ম নেওয়া এই কিশোরকে।
অবশেষে অষ্টম ম্যাচে নেমে নিজের জাত চেনালেন সূর্যবংশী।
১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক হয় তার। তিনিই এখন আইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। এর আগে ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে অভিষেক হয় প্রয়াস বর্মনের।
আগের ম্যাচে চোট পাওয়া সঞ্জু স্যামসনের জায়গায় খেলেন এই ওপেনার।
তবে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে হয়নি তাকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুধু ব্যাট করেছে। অভিষেক ম্যাচে যা করে দেখিয়েছেন সূর্যবংশী তাতে পরের ম্যাচগুলিতে তাকে প্রথম একাদশের বাইরে বসিয়ে রাখা কঠিন।
যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম বলেই হাঁকান ছক্কা।
শার্দুল ঠাকুরের বলে এক্সট্রা কাভারের উপর দিয়ে মারেন ছক্কাটি। পরের ওভারে আবেশ খানের বলে আরো একটা ছক্কা। ২০ বলে ৩ ছয় ও ২ চারে ৩৪ রান করেন তিনি। এডেন মার্করামের বলে স্টাম্প আউট হয়ে যখন ডাগআউটে ফিরছিলেন তখন কান্নাও করে ফেলেন বৈভব।
১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের।
বয়সভিত্তিক ক্রিকেটে পারফর্ম করে আইপিএলের নিলামে নজর কাড়েন। এবার মূল মঞ্চে সুযোগ পেয়ে দেখালেন তার ভেতরে আছে বিশেষ কিছু।
বৈভব ভাল খেললেও জয়ে পায়নি রাজস্থান। জেতা ম্যাচ ২ রানে হারল লখনউ সুপার জায়ান্টসের কাছে। ১৮১ রান তাড়া করতে নেমে নেমে রাজস্থান থামে ১৭৮ রানে।